শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হুতি বিদ্রোহীদের সাথে আলোচনায় বসছে সউদি

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেন সংকট সমাধানের লক্ষ্যে সউদি আরব হুতি বিদ্রোহীদের সঙ্গে গোপন আলোচনা করেছে বলে লন্ডন-ভিত্তিক দি রাই আল- ইয়োম পত্রিকা জানিয়েছে। প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক আব্দুল বারি আতওয়ান সম্পাদিত সংবাদমাধ্যমটি গত মঙ্গলবার জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে জর্দানের রাজধানী আম্মানে দুই পক্ষ পরবর্তী আলোচনায় মিলিত হতে পারে। পত্রিকাটি জানিয়েছে, ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওল্দ শেইখ আহমেদ দুই পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি একটি গোপন চিঠির মাধ্যমে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেফরি ফেল্টম্যানকে জানিয়েছেন। ওই গোপন চিঠির একটি কপি নিজেদের হাতে থাকার দাবি করেছে পত্রিকাটি। সউদি বাদশাহ সালমান নিজে হুতিদের সঙ্গে আলোচনার বিষয়টি তদারকি করছেন বলে খবর পাওয়া গেছে। তবে এই আলোচনায় ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে অন্তর্ভুক্ত করা হয়নি। হাদি পদত্যাগ করা সত্ত্বেও তাকে ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে সউদি আরব আকাশ, নৌ ও স্থলপথে গত এক বছর ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। হুতি আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল, তারা হাদিকে বাদ দিয়ে সরাসরি সউদি আরবের সঙ্গে আলোচনায় বসতে চায়। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন