বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সন্ত্রাসী হামলার পর যুদ্ধাবস্থা বিরাজ করছে তিউনিসিয়ায়

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিউনিসিয়ার প্রেসিডেন্ট বলেছেন, দেশে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। আইএসআই জিহাদিদের নজিরবিহীন হামলা ও সংঘর্ষে অন্তত ৫৩ ব্যক্তি নিহত হওয়ার পর দেশটিতে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। গত সোমবার আইএসআই এ হামলা চালায়। প্রেসিডেন্ট বেজি কেইদ ইসাবসি আরো বলেন, এটি একটি নজিরবিহীন, পরিকল্পিত ও সুসংঘবদ্ধ হামলা। সম্ভবত তিউনিসিয়ার কিছু এলাকা দখল করে একটি নতুন সরকার ব্যবস্থা ঘোষণা করার লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী হাসিদ এসিদ বলেছেন, আইএসআইএল জঙ্গিরা সীমান্ত এলাকায় নিজেদের জন্য একটি অভয়ারণ্য তৈরির লক্ষ্যে এ হামলা চালিয়েছে। গত সোমবার সকালে বন্দুকধারীরা তিউনিসিয়ার সীমান্তবর্তী বেন গুয়েরদানে শহরে হামলা চালায়। এর জের ধরে সেনাবাহিনীর সঙ্গে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় যা রাত পর্যন্ত চলে। সংঘর্ষে ৩৫ হামলাকারী, সাত বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত হয়। রাত নেমে আসার পর সন্ত্রাসীরা বিভিন্ন বাড়ি ও জঙ্গলে গা ঢাকা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, তা পরিচালনার বিষয়টি তদারকি করতে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শহরটি পরিদর্শনে যেতে বাধ্য হন। নিউইয়র্ক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন