চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাতিসা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। গতকাল শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রয়েল হোস্ট মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম। ইউনিয়ন বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুল মতিন মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, নুর হোসেন বলাই, আবদুল্লাহিল বাকী, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, মোঃ হাসান, সদস্য সচিব হারুন অর রশিদ মজুমদার, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল হক, উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আকতার হোসেন, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক গুলশান আরা বেগম পুতুল। উপজেলা যুবদল নেতা এমএ খায়ের মজুমদার ও উপজেলা তারেক পরিষদের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ডেভিডের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক একরামুল হক মিন্টু, সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৯ ওয়ার্ডের ১৮ জন কাউন্সিলর গণতান্ত্রিক ভোটের মাধ্যমে মুক্তিযোদ্ধা আবদুল মতিন মেম্বারকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন