বিনোদন রিপোর্ট: গত ১৪ জুলাই ২০১৭ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আরটিভি - ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার-এর গ্র্যান্ড ফিনালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় দেশের ১৫টি সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। একই সাথে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা ছয় জনকে নিয়ে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার- এর চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবরিনা নওরীন এবং ১ম ও ২য় রানার আপ হয়েছেন যথাক্রমে বুয়েটের দৃষ্টি চাকমা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাকিনা ইসলাম ঈশিকা । এছাড়া, বেস্ট স্মাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মৌ, বেস্ট হেয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসমাউল হুসনা তাওলী এবং বেস্ট স্কিন- এআইইউবি শ্রাবন্তী অধিকারী নির্বাচিত হোন। আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার - এর চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা এবং ভাটিকার পরবর্তী বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এই প্রতিযোগিতায় জ্যুরি হিসেবে কাজ করেছেন সংগীত শিল্পী কণা, অভিনেতা সজল এবং নিপুণ। এছাড়া, গ্র্যান্ডফিনালের বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তানিয়া আহমেদ, বাপ্পা মজুমদার এবং তামান্না রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন