শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ সেনা প্রধানের সাক্ষাৎ

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের ডিফেন্স ও ভেটেরান এ্যাফেয়ার্স মিনিস্টার ও চিফ অব ডিফেন্স ফোর্স এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নির্ধারণ ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও তিনি দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশন আনমিস- এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফ্্র্যান্ক মুশয় কামানজি অব রুয়ানডা-এর সাথেও সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে ফোর্স কমান্ডার দক্ষিণ সুদানে নিয়োজিত ইউএন মিশনে অন্যান্য কন্টিনজেন্টের মধ্যে বাংলাদেশী সেনাসদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মায়ারডিট-এর সাথে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুদানে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল গত ১৮ জুলাই ৩ দিনের সরকারী সফরে দক্ষিণ সুদান গমন করেন। সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান পৌঁছালে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া এ সফরের অংশ হিসেবে গত ১৯ জুলাই বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশের কন্টিনজেন্ট সমূহ পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Habib ২১ জুলাই, ২০১৭, ৩:৩৩ এএম says : 0
khub valo
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন