শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আইপিএলে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে শাহরুখকে ইডির তলব

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইপিএল সংক্রান্ত লেনদেনে বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৩ আগস্ট বলিউড বাদশাকে ব্যক্তিগত ভাবে হাজির হতে হবে।

ইডি জানিয়েছে, শাহরুখদের সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড- কেও (কেআরএসপিএল), সংস্থার ডিরেক্টর গৌরী খানকে নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, কেআরএসপিএল-এর ৯০ লাখ শেয়ার ১০ টাকা দরে মরিশাসের সংস্থা দ্য সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে বিক্রি করে দেওয়া হয়েছিল। অথচ সেই সময়ে প্রত্যেক শেয়ারের দাম ছিল ৮৬ থেকে ৯৯ টাকা। ইডির দাবি, এর ফলে সরকার ৭৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা ক্ষতি হয়েছে।। এর পরেই এ বছরের মার্চে ইডি শাহরুখকে শোকজ নোটিস পাঠায়। নোটিস পাঠানো হয়েছিল শাহরুখের স্ত্রী গৌরী খান, কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলাসহ অন্য কর্তাদেরও।
এবার তাঁকে চূড়ান্ত শাস্তির পূর্বে ব্যক্তিগত ভাবে হাজিরার নির্দেশ দেওয়া হল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন