মার্কিন রক ব্যান্ড লিঙ্কিন পার্কের প্রধান গায়ক চেস্টার বেনিংটন আত্মহত্যা করেছেন।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পালোস ভার্দে এস্টেটসের একটি বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার আগে তাকে মৃত অবস্থায় আবিষ্কার করা হয়।
চেস্টার দুবার বিয়ে করেছেন, তার সন্তানদের সংখ্যা ৬।
অনেক বছর ধরে গায়কটি মাদকে আসক্ত ছিলেন। অতীতে তিনি বেশ কয়েকবার বলেছিলেন শৈশবে এক বয়স্ক পুরুষের হাতে যৌন নিপীড়নের শিকার হবার কারণে তিনি অনেকবার আত্মহত্যা করার বিবেচনা করেছেন।
সাউন্ডগার্ডেন আর অডিও¯েøভ ব্যান্ডের গায়ক ক্রিস কর্নেল বেনিংটনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গত মে মাসে কর্নেল একইভাবে আত্মহত্যা করেন। কর্নেলের ৫৩তম জন্মদিনে বেনিংটন আত্মহত্যা করলেন।
লিঙ্কিন পার্ক ব্যান্ডের হয়ে বেনিংটন ‘ফেইন্ট’, ‘ইন দি এন্ড’, ‘ক্রলিং’ এবং ‘নাম’-এর মত গানে কণ্ঠ দিয়েছেন। জে-যি’র সঙ্গে লিঙ্কিন পার্কের রক-হিপহপ মিশ্র অ্যালবাম ‘কলিশন কোর্স’ খুব জনপ্রিয়তা পেয়েছিল।
মৃত্যুকালে বেনিংটনের বয়স হয়েছিল ৪১।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন