বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শীর্ষে কারিগরি শিক্ষাবোর্ড

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পাসের হার কমলেও চলতি বছর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ১০টি বোর্ডের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। যা গতবছরের চেয়ে ৩ দশমিক ২৪ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এবার কারিগরি বোর্ড থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৯৭ হাজার ১৪ জন শিক্ষার্থী। যা গতবছর ছিল এক লাখ দুই হাজার ২৪৮ জন। এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ২৩৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৮ হাজার ৯০৪ জন। যা গতবছর ছিল ৮৬ হাজার ৪৬৯ জন। এবার কমেছে ৭ হাজার ৫৬৫ জন। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন। গতবারের চেয়ে কমেছে ৩ হাজার ৯১৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এসব তথ্য জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন