বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অতি উৎসাহী কোনও পুলিশ সদস্য এ ঘটনা ঘটালে ব্যবস্থা -সিদ্দিকুর প্রসঙ্গে আইজিপি

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসার বিষয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, পুলিশ একটি বড় বাহিনী। এখানে অতি উৎসাহী কেউ থাকতে পারেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অতি উৎসাহী কোনও সদস্য এ ঘটনা ঘটালে ব্যবস্থা নেয়া হবে। গতকাল সোমবার বিকালে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় কাবাডি স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ কাবাডি লীগ-২০১৭-এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সিদ্দিকুর রহমানের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। গত বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা রুটিনের দাবিতে রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করে। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ টিয়ারশেল ছুড়ে করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় জাতীয় জাদুঘরের সামনে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেয়া হয়। আঘাতে তার দুচোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় পুলিশের সমালোচনা হয় সর্বত্র। সমালোচনার মুখে ঘটনা তদন্তে পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন