মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইএসে যোগ দেয়ার চেষ্টা বিমান প্রকৌশলী দোষী সাব্যস্ত

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএস-এর সঙ্গে যোগ দেবার চেষ্টা করেছিলেন এমন অভিযোগে মার্কিন বিমানবাহিনীর এক সাবেক প্রকৌশলীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। টাইরড পাঘ নামে ঐ ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তুরস্ক হয়ে সিরিয়ায় ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার চেষ্টা করছিলেন। মামলার আইনজীবীরা বলছেন, তিনি সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেয়ার জন্য বিমানে করে মিশর থেকে প্রথমে তুরস্ক গিয়েছিলেন। যাবার আগে স্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখে গিয়েছিলেন। যাতে লেখা ছিল, হয় জয়ী নয়তো শহীদ হবেন। তিনি তার মেধা ইসলামিক স্টেটের সহায়তা কাজে লাগাতে চান চিঠিতে এমনটাও লেখা ছিল। তাকে যখন আটক করা হয় তখন তার কাছে তুরস্কের সীমান্ত হয়ে সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার ম্যাপ পাওয়া যায়। তার সংগ্রহে আইএসের প্রচারণামূলক এবং জিহাদি কর্মকা- সম্পর্কিত বই পাওয়া গেছে। টাইরড পাঘ-এর বয়স ৪৮। ১৯৮৬ সাল থেকে ’৯০ সাল পর্যন্ত মার্কিন বিমানবাহিনীতে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। সে কাজ ছেড়ে দেয়ার পর তিনি ইরাকে মার্কিন সেনাবাহিনীর জন্য কন্ট্রাক্টে কাজ করতেন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। মিশরীয় এক নারীকে বিয়েও করেছেন এবং সেখানেই একটি মার্কিন কমার্শিয়াল এয়ারলাইন্স-এর হয়ে কাজ করছিলেন। তবে তাকে কোম্পানিটি বরখাস্ত করার এক সপ্তাহের মাথায় তিনি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাকে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে আটকে দেয় কর্তৃপক্ষ। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়া হয়। এক বছর আগে আটক হন পাঘ। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন