বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নেইমার প্রশ্নে অস্বস্তিতে বার্সা শিবির

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নেইমার কি বার্সাতেই থাকছেন, নাকি পিএসজিতে যোগ দিচ্ছেন? গত কয়েক সপ্তাহ ধরে গমমাধ্যমের এই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত বার্সেলোনার খেলোয়াড় ও ক্লাব সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। এতটাই ক্লান্ত যে এখন তা পৌঁছে গেছে অস্বস্তির পর্যায়ে। সম্প্রতি এই প্রশ্নে নতুন মাত্রা যোগ করেছে সতীর্থ ডিফেন্ডার নেলসন সেমেদোর সঙ্গে নেইমারের বাকবিতন্ডের ঘটনা।
সতীর্থের সাথে ঝগড়া করে রাগে-ক্ষোভে অনুশীলন মাঠ থেকে বেরিয়ে গেলেও পরে আবার অনুশীলনে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা। না দিয়ে উপায় আছে, ওটা যে ছিল ‘এল ক্ল্যাসিকো’র শেষ প্রস্তুতি। এই খবর যখন পড়ছেন তখন হয়তো দুই চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচের ফলটাও জেনে গেছেন। আজ ভোরেই যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মুখোমুখি হওয়ার কথা দুই ইউরোপিয়ান পরাশক্তির।
ম্যাচের আগে সংবাদসম্মেলনে নেইমারের পিএজজিতে যাওনা না যাওয়ার প্রশ্নে নিজেরদের অস্বস্তির কথা জানান দলের অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। বিষয়টা নিয়ে যে বার্সেলোনার বাকি ফুটবলাররাও বিরক্ত ইনিয়েস্তা তা সরাসরি জানালেন, ‘আমরা চাই না নেইমার বার্সা ছেড়ে চলে যাক। তবুও বিষয়টা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সে যদি নাই থাকে, পিএসজিতে চলে যেতে চায়, তাহলে আমি অনুরোধ করবো যেন এ নিয়ে তিনি (নেইমার) মুখ খোলেন। তিনি যেন বিষয়টা নিজ মুখে ঘোষণা দেন।’ বার্সা মিডফিল্ডার বলেন, ‘সে থাকতে চাইলে ঘোষণা দিক, “আমি আছি।” না চাইলেও বলুক, “পিএসজিতে যাচ্ছি।’”
মিডিয়ার প্রতিও বিরক্ত প্রকাশ করেন ইনিয়েস্তা, ‘মিডিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কাছে কিছু জানতে চাওয়া হোক- বিষয়টা একদমই পছন্দ করি না। আমরা সবাই চাই এই পরিস্থিতির অবসান হোক। এটা একমাত্র সম্ভব, নেইমারকেই এ নিয়ে মুখ খুলতে হবে। আমরা চাই সে আমাদের সঙ্গেই থাকুক। একই সঙ্গে আমরা চাই, তার দল ছাড়া নিয়ে যে গোলমাল তৈরি হয়েছে তারও একটা সমাধান হোক। শান্তি ফিরিয়ে আনতে পারলে তা সবার জন্যই মঙ্গলজনক।’
সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমের খবর, নেইমারের বাই আউট ক্লজ ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার কোটি টাকা) পরিশোধ করতেও রাজি ফরাসি ক্লাব পিএসজি। এতবড় মূল্যের হাতছানি, বার্সা ছেড়ে দেবে কিভাবে? নেইমার-ই বা কিভাবে হেলায় ঠেলে দেবেন বিশাল বেতনের এই লোভোনীয় প্রস্তাব? নিয়ে একটা ধু¤্রজাল যখন তৈরি হয়েছে, তখন ইনিয়েস্তাই সেটা পরিস্কার করলেন, ‘২২২ মিলিয়ন ইউরো পাওয়ার চেয়ে আমাদের ক্লাব একজন ভালো ফুটবলারকে ধরে রাখার পক্ষেই সবচেয়ে বেশি আগ্রহী। আমরাও চাই সেটা। টাকা বড় কথা নয়।’ তিনি যোগ করেন, ‘নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। আমি আশা করবো, নেইমার বার্সায় থাকবেন এক-দুই বছর নয়, দীর্ঘ সময়ের জন্য। এটাই আমার একমাত্র ইচ্ছা। আমি বলছি না, তাকে বিক্রি করলে ক্লাব ২০০ কিংবা ৩০০ মিলিয়ন ইউরো লাভ করবে। কারণ, টাকার চেয়েও দলের জন্য তাকে খুব দরকার। আমি আমার দলের জন্য সেরাটাই চাইব এবং আমার মনে হয় তিনি অন্যতম সেরা।’ সেমেদোর সঙ্গে নেইমারের ঝগড়ার প্রসঙ্গে এই স্প্যানিশ বলেন, ‘অনুশীলনের অংশ হিসেবেই এ ধরনের পরিস্থিতি (ম্যাচ খেলা) তৈরি করা হয়। এটা সাধারণত হয় না। তবুও এটা ঘটে গেছে।’
আসলে কি করবেন সেই সিদ্ধান্ত এখনো নেননি নেইমার। এমনি ভাষ্য তার ক্লাব সতীর্থ জেরার্ড পিকের। এমন চরম দোটানা পরিস্থিতিতে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড পাশে পাচ্ছেন স্বদেশী সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোকে। বার্সারই সাবেক এই মহাতারকা বলেন, নেইমার নিজে কোনো সিদ্ধান্ত জানাতে পারছেন না। কারণ, বিষয়টা এখন তার নিজেরও নিয়ন্ত্রনে নেই। এজন্য নেইমারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘মনকে জিজ্ঞাসা করো। এরপর তুমি সেটাই করো, যেটার দিকে মন বেশি সায় দেয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন