বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অভিষেকে উজ্জ্বল জোন্স

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত তারা যে নতুন অস্ত্রে এভাবে ঘায়েল হবে তা হয়তো ভাবেনি। কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৭৫ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। আর এই কাজে নেতৃত্ব দেন অভিষিক্ত পেসার টবি রোল্যান্ড জোন্স। প্রথম ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
২০০৯ সালের পর ইংল্যান্ডের কোন বোলার টেস্ট অভিষেকেই ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন। ২০০৯ সালে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন গ্রাহাম ওনিয়ন্স। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৩৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন ওনিয়ন্স। টেস্ট অভিষেকের আগে জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে খেলেছেন জোন্স। চলতি বছরের মে মাসে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ঐ ম্যাচে ৭ ওভারে ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন জোন্স। ঘরোয়া আসরের প্রথম শ্রেনির ক্রিকেটে ৯১ ম্যাচে ৩৩৯ উইকেট নেয়া অভিজ্ঞতা আছে ২৯ বছর বয়সী জোন্সের।
১৭৮রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ১ উইকেট হারিয়ে করেছে ৭৪ রান। ইতোমধ্যে লিড দাঁড়িযেছে ২৫২ রানের। এসময় ৩৪ রানে ব্যাট করছিলেন জেনিংস, ২৮ রানে অভিষিক্ত ওয়েস্টলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন