মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শিবপুরে বিসিকের মৌচাষ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : শিবপুর সৈয়দনগর গ্রামের সৈয়দ আনিছুর রহমানের বাড়িতে মৌচাষে সাধারণ ও কারিগরি জ্ঞান বিষয়ক এক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প সহায়ক কেন্দ্র, নরসিংদীর উদ্যোগে ১০ দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প সহায়ক কেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক আবুল হাসান। কেন্দ্রে স¤প্রসারণ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনের সার্বিক তত্ত¡াবধানে আয়োজিত এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সহায়ক কেন্দ্রের জরিপ ও তথ্য কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাইফুন্নেছা মানিয়া ও অর্জুন কুমার দাস।
বিসিক কর্মচারী জাহানারা বেগম চামেলী জানিয়েছেন, মৌচাষ একটি লাভজনক প্রকল্প। বিসিকের শিল্প সহায়ক কেন্দ্র, শিবপুর উপজেলার সৈয়দনগর ও বাঘাব গ্রামে ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করেছে। এতে মৌচাষে সাধারণ ও কারিগরি জ্ঞান বৃদ্ধিসহ মৌচাষে দক্ষতা বৃদ্ধি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন