মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ঠেলাঠেলিতে নিহত দুই

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুই নগর প্রতিদ্ব›দ্বীর মধ্যমার ম্যাচ। সোয়েদো ডার্বি নামের সেই ফুটবল ম্যাচ দেখতে ৮৭ হাজার দর্শক ধারনক্ষম দক্ষিণ আফ্রিকার সবচেয় বড় স্টেডিয়ামে ছিল দর্শনার্থীর ঢল। জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামটির সবগুলো গেট ঘুলে দিয়েও সেই ঢল সামাল দেওয়া যায়নি। ঠেলাঠেলিতেই মৃত্যু ঘটেছে কমপক্ষে দুইজনের। দক্ষিণ আফ্রিকার অফিসিয়াল ফুটবল থেকে এমনটিই জানানো হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে অবশ্য ম্যাচটি সুষ্ঠভাবেই শেষ হয়। ওরল্যান্ডো পাইরেটসের বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় কাইজার চিফস।
২০০১ সালে জোহানেসবার্গেরই এলিস পার্ক স্টেডিয়ামে এই দুই দলের ম্যাচ চলাকালীন সময় সংঘর্ষে ৪৩ জন দর্শক নিহত হন। এরও ১০ বছর আগে ওপেনহেইমার স্টেডিয়ামে ঠিক এই দুই দলের মধ্যকার ম্যাচেই সংঘর্ষে নিহত হন ৪২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন