শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভেনিজুয়েলায় বিক্ষোভের ডাক বিরোধী দলের

নির্বাচনে বিজয় দাবি প্রেসিডেন্ট মাদুরোর

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার বিরোধীদল বুধবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। গতকালও তারা বিক্ষোভ প্রদর্শন করে। দেশটির শক্তিশালী নতুন পার্লামেন্টের উদ্বোধনের প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। নতুন এই পার্লামেন্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী একটি নতুন সংবিধান প্রণয়ন করবে।
বিরোধীদলের সিনিয়র নেতা হেনরিক ক্যাপ্রিলেস রোববার বলেন, ‘আমরা এই প্রতারণামূলক প্রক্রিয়াকে স্বীকৃতি দিবো না।’ উল্লেখ্য, পার্লামেন্ট নির্বাচনের সময় ব্যাপক সংঘর্ষে অন্তত নয়জন প্রাণ হারায়। এর আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল সোমবার নির্বাচনে বিজয় দাবি এবং একইসঙ্গে এর প্রশংসা করেছেন। সংবিধান সংশোধনে একটি নতুন কমিটি গঠনের ব্যাপারে রোববারের বিতর্কিত নির্বাচনের পর তিনি এ বিজয় দাবি করলেন। ওদিকে এ নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক মহল থেকে এর নিন্দা জানানো হয়। কারাকাসের কেন্দ্রস্থলে শত শত সমর্থকের উদ্দেশে দেয়া এক ভাষণে এ বামপন্থী নেতা বলেন, ‘আমাদের একটি সাংবিধানিক পরিষদ রয়েছে।’ রোববারের নির্বাচনে ৪১.৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে নির্বাচন কর্তৃপক্ষ এমন কথা জানানোর পর তিনি এসব কথা বলেন। তার রাজনৈতিক গুরু হুগো শ্যাভেজের ক্ষমতায় আসার বছরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভেনিজুয়েলার ১৮ বছরের বিপ্লবের ইতিহাসে দেশটিতে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড়ো ধরণের নির্বাচন।’ সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন