বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অল্প সময়েই আলোচনায় রেজোয়ান শেখ

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অল্প সময়েই একজন সুরকার হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন রেজোয়ান শেখ। বছর তিনেক আগে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করা এই তরুণ সুরকারের সুর করা গানে অনেক প্রতিষ্ঠিত শিল্পীরা গেয়েছেন। ফেরদৌস ওয়াহিদ, শফিক তুহিন, কাজী শুভ, বেলাল খান, লুৎফর হাসান, ইলিয়াস হোসেন, মিলন, অরিন, লেমিস, তৌসিফ, অয়ন চাকলাদারের মতো শিল্পীরা তার সুরে গেয়েছে। এছাড়াও তার সংগীতায়োজনে গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। একই সাথে সুর এবং সংগীতায়োজনের কাজ করলেও নিজেকে সুরকার হিসেবে পরিচয় দিতেই বেশী সাচ্ছন্দ্যবোধ করেন রেজোয়ান। এ প্রসঙ্গে রেজোয়ান বলেন, প্রতিনিয়ত আমার ভেতরে সুর খেলা করে। সবসময় চেষ্টা করি ভিন্ন ধারার কিছু করার। আমার কাছে সংগীতায়োজনটা অলংকারের মতো। একটা লিরিকের উপর সুর বসানোর পর তাতে অলংকার হিসেবে সংগীতায়োজন করা। তবে নিজের সুরটাকে প্রতিষ্ঠিত করতে চাই আমি। এদিকে তার ফিচারিংয়ের অ্যালবাম ‘তোকে ছাড়া কিছু স্বপ্ন’, ‘তোমার আলোয়’ এবং ‘বুকের পাখি’ অ্যালবামগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। তার সুর ও সংগীতে ইলিয়াস হোসাইনের গাওয়া হৃদয় পুড়ে যায়, ইলিয়াস ও লোপা হোসাইন এর প্রাণের চেয়ে প্রিয়, মিলনের কণ্ঠে জানে জিগার ও অরিন ও মিলনের মায়ার আদর গানগুলো শ্রোতাদের কাছে বিপুল গ্রহণযোগ্য হয়। শ্রোতাপ্রিয়তার এই ধারাবাহিকতায় কাজ করে চলেছেন রেজোয়ান। অডিওতে কাজ করার পাশাপাশি সিনেমার প্লেব্যাকেও সমানতালে কাজ করে চলেছেন তিনি। বর্তমানে কাজ করছেন দুইটি চলচ্চিত্রে। একটি হাসান ফুয়াদের কাঁটা, অন্যটি শামীমুল ইসলাম শামীমের গোলাপতলির কাজল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন