শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমির খানের নতুন সিনেমা সিক্রেট সুপারস্টার

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আবারও বড় পর্দায় চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান। তার নতুন সিনেমার নাম সিক্রেট সুপারস্টার। গত বুধবার সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয় জি স্টুডিওর ইউটিউব চ্যানেলে। ট্রেইলার প্রকাশের পর বেশ ভালো সাড়া পড়েছে ইউটিউবে। একদিন পার হতে না হতেই প্রায় ২৩ লাখের বেশি মানুষ ট্রেইলারটি উপভোগ করেন। সিক্রেট সুপারস্টার সিনেমায় ১৪ বছরের একটি মেয়ের স্বপ্নপূরণের গল্প দেখা যাবে। এই মেয়ের স্বপ্নপূরণের সারথি হিসেবে দেখা যাবে আমির খানকে। মুসলিম পরিবারের একটি মেয়ে সংগীতশিল্পী হতে চায়। গান করতে চায় মঞ্চ ও চলচ্চিত্রে। মেয়েটির এই স্বপ্নপূরণে মা সঙ্গে থাকলেও বাবা বাধা দেন। গানপাগল মেয়েটি তখন বোরখায় নিজেকে লুকিয়ে ইউটিউবে গানের ভিডিও আপলোড করে। একটা সময় সে ইউটিউব তারকা হয়ে ওঠে। তখন আমির খানের নজরে আসে মেয়েটি। তার ভিডিও আমির খান শেয়ার করেন। ভিডিও দেখতে মানুষকে উৎসাহিত করেন। তারপর মেয়েটির স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সিনেমাটিতে আমির খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। অদভেদ চন্দন পরিচালিত সিনেমাটিতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন দঙ্গলখ্যাত কন্যা জায়রা ওয়াসিম। দঙ্গল সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। আমির খান, কিরণ রাও, আকাশ চাওলা ও জি স্টুডিওস প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে ১৯ অক্টোবর দিওয়ালিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন