বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শামীম শাহেদের উপস্থাপনায় শুরু হচ্ছে মনের কথা

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পর্দার আড়ালে বসে আছেন কিডনি বিক্রেতা। আশ্বাস দেয়া হয়েছিল, অনেক টাকা পাবেন। পাননি কিছুই। সামনে একজন ডাক্তার এবং একজন সমাজবিজ্ঞানী। এভাবেই ধারণ করা হলো ‘আমাদের মনের কথা’ অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করছেন শামীম শাহেদ। অনুষ্ঠানটি সম্পর্কে শামীম শাহেদ বলেন, ‘প্রতিনিয়তই আমাদের আশপাশে নানা ধরনের ঘটনা ঘটে চলেছে। ঘটছে নানা ধরনের অপরাধ। সেইসব অপরাধী কিংবা যারা ভুক্তভোগী তাদের কথা তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। এর মূল উদ্দেশ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তিনি জানান, গত সপ্তাহে অনুষ্ঠানটির মোট নয় পর্বের ধারণ কাজ সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে আছে টেলিফোনে চাঁদাবাজি, জ্বীনের বাদশা থেকে শুরু করে অর্থের বিনিময়ে সঙ্গী পাওয়া পর্যন্ত। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় প্রতি শুক্রবার রাত ৯টায় বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। উল্লেখ্য, এর আগে অনুষ্ঠানটি প্রচার হত ‘মনের কথা’ শিরোনামে। তখন এর উপস্থাপক ছিলেন আফসানা মিমি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন