বিশেষ সংবাদদাতা : সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ান গতকাল সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরদপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হহকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জ এলাকায় তিনি বৃক্ষরোপন করেন। উল্লেখ্য, রোববার রাতে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এর সম্মানে েেসনা প্রধান এক নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজ শেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেনা প্রধান বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশীপ মেডেল প্রদান করেন। জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ান এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ০৬ আগস্ট সৌদি বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগমন করেন। তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেঃ জেনারেল মোঃ মাহফুজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন লজিস্ট্কিস এরিয়া কমান্ডার, মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সফরকালে উক্ত প্রতিনিধিদল বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করবে। প্রতিনিধিদলটি বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আগামী ৮ আগস্ট ঢাকা ত্যাগের কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন