শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কর্মে নিষ্ক্রিয় ধর্ণায় সক্রিয় নেতারা বিএনপির গুরুত্বপূর্ণ পদ পাবেন না -গয়েশ্বর

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় জানিয়েছেন, আসন্ন কাউন্সিলে দলের নিষ্ক্রিয়রা গুরুত্বপূর্ণ পদ পাবেন না। তবে যারা কর্মে নিষ্ক্রিয়, ধর্ণায় সক্রিয়। তাদের বাদ দেয়া যাবে না। তারা আশপাশে থাকবে তবে গুরুত্বপূর্ণ পদ পাবে না।
গতকাল ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সমর্থক সংগঠন কর্মজীবী দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা জানান। কর্মসূচী শেষে বিএনপি সমর্থিত ব্যানার ভিত্তিক সংগঠনগুলো আসন্ন কাউন্সিলে সহযোগী দল হিসেবে স্বীকৃতি পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওয়ান-ইলেভেনের সময় যখন রাজনীতির সুযোগ ছিলো না তখন প্রেসক্লাবে অনুষ্ঠান আয়োজন করে এসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব সংগঠন বিএনপির স্বীকৃতির ওপর নির্ভরশীল নয়। নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী এসব সংগঠন চলবে।
তিনি বলেন, কাউন্সিলের সকল কাজ প্রায় শেষ। উপ-কমিটিগুলোও পুরোদমে তাদের কার্যক্রম চালাচ্ছে। কাউন্সিলরদের সার্বিক মতামতের ভিত্তিতে দলের গঠনতন্ত্র সংশোধন করা হবে। তারা যেভাবে চাইবেন সেভাবেই গঠনতন্ত্রে পরিবর্তন আসবে।
সংগঠনের সভাপতি হাজী লিটনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী জিয়ার মাজারে শো-ডাউন করে। পরে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে মাজারে ফুলেল শ্রদ্ধা জানায়। এ সময় অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন