শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কুরবানি বাধাগ্রস্ত করার সব হিন্দুত্ববাদী চক্রান্ত বন্ধ করতে হবে ওলামা লীগ

পশুর হাটে ও ঈদের দিন পানিবদ্ধতায় বিকল্প রাখতে হবে

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্দিষ্ট স্থানে কুরবানীসহ কুরবানী বাধাগ্রস্থ করার সব হিন্দুত্ববাদী চক্রান্ত বন্ধ করার আহŸান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, কার্যকরী সভাপতি আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, দফতর সম্পাদক মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, আসন্ন কুরবানী বাধাগ্রস্থ করতে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রি মহল চক্রান্ত করে যাচ্ছে। সবাই যাতে স্বাচ্ছন্দে নিজ বাড়ীতে কুরবানী করতে না পারে সেজন্য ইতিমধ্যেই সারাদেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্দিষ্ট স্থানে কুরবানী বাধ্যবাধকতা করা হয়েছে। কুরবানীর পশুর হাটের সংখ্যা বৃদ্ধি না করে হায়ের আয়তন আরো কমানো হয়েছে। পহেলা বৈশাখ, রথযাত্রা, মিছিল-মিটিং রাস্তায় করার অনুমতি দিলেও কুরবানীর পশুর হাট বসাতে নিষেধাজ্ঞা রয়েছে ডিএমপির। পরিকল্পিতভাবে গোশতের দাম বাড়ানো হয়েছে। চক্রান্তমূলকভাবে হাজার হাজার কোটি টাকার ট্যানারী শিল্প ধ্বংস করা হচ্ছে। কোনরূপ আর্থিক পৃষ্ঠপোষকতা না করে শত শত ট্যানারী বন্ধ হয়ে যাচ্ছে। ট্যানারী শিল্পে জড়িত বিপুল শ্রমিক পথের ভিখারী হচ্ছে। ট্যানারী শিল্পের দূরাবস্থার কারণে লাখ টাকার গরুরও চামড়ার যৌক্তিক মূল্য পাওয়া যাচ্ছে না। দেশের লাখ লাখ মাদরাসা বন্ধ করার লক্ষ্যে মাদরাসাসমূহের আয়ের অন্যতম উৎস চামড়া নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। হিন্দুত্ববাদী এসব চক্রান্ত বাস্তবায়নে বিভিন্ন রেষ্টুগুলোতে “নো বিফ” সাইনবোর্ড লাগানো হচ্ছে। কুরবানী বিরোধী ও ইসলাম বিদ্বেষী এসব চক্রান্তে ওলামা লীগ ও দেশবাসী মুসলমান গভীর শঙ্কা ও উদ্বেগের মধ্যে রয়েছে। হিন্দুত্ববাদী এসব চক্রান্ত বন্ধ না করায় এবং সরকারের ভেতরে থাকা ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রীদের কারণে সরকারের প্রতি ধর্মপ্রাণদের জনরোষ তৈরী হচ্ছে। এই জনরোষ বন্ধ করতে চক্রান্তকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে সরকারের স্বার্থেই। কুরবানী বাধাগ্রস্থ করার যেকোন চক্রান্ত কঠোর হস্তে দমন করতে হবে। কুরবানীর সময় পানিবদ্ধতার সৃষ্টি হলে কী ব্যবস্থা নেয়া হবে তা এখন থেকেই তার উদ্যোগ নিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন