মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হামলাকারীরা সংঘবদ্ধ অবৈধ অস্ত্র ব্যবসায়ী

জুরাইনে ডিবি কর্মকর্তা গুলিবিদ্ধ

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পুরান ঢাকায় পুলিশের উপর হামলাকারীরা সংঘবদ্ধ অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। এই চক্রের সদস্যদের গুলিতেই পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। এসব সন্ত্রাসীদের গ্রেফতার করতে ঢাকা ও ঢাকার বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তারা গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন তদন্ত সাথে সংশ্লিষ্টরা। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আবদুুল বাতেন বলেন, অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্যরাই এ হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। অপরাধিরা কোনোভাবেই পার পাবে না। সূত্র জানায়, এ ঘটনায় চার সন্ত্রাসী জড়িত রয়েছে। তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তারা সবাই উঠতি বয়সী সন্ত্রাসী। স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার শেল্টারে দীর্ঘদিন ধরে এই চক্র সারাদেশে তৎপর রয়েছে। শুধু পুলিশের উপর হামলা নয়, হত্যা, চাঁদাদাবি, টেন্ডারবাজি, ছিনতাইসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ডে এসব অপরাধিরা বেপরোয়া। তবে অভিযানের সময় এ ধরনের হামলার বিষয়টি পুলিশের মাথায় ছিল না। আর এই অসতর্কতার সুযোগ নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এদিকে আহত পুলিশে কর্মকর্তা রাহুল পাটোয়ারীর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সন্ত্রাসীদের গুলিতে তার খাদ্যনালী ছিদ্র হয়েছে বলে জানতে পেরেছে চিকিৎসকরা। গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অপারেশন হয়েছে। কয়েক ঘণ্টার অপরাশনের পর চিকিৎসকরা বলছেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা জুরাইনের ওই এলাকায় অস্ত্র বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতেই গত শনিবার রাতে ওই এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ইতোমধ্যে এই সন্ত্রাসীদের ধরতে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান অব্যাহত আছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে এসব তথ্য আগে থেকেই ছিল। তার পরও অপরাধিরা পুলিশের উপর কিভাবে হামলা চালিয়েছে। আর এই ব্যর্থতার দায় কার তা নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা-সমালেচনা করছেন। সেই সঙ্গে পুলিশ কর্মকর্তাসহ অভিযানকারী পুলিশে সদস্যদের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া অপরাধীদের গ্রেফতার করাকেই চ্যালেঞ্জ হিসিবে নিয়েছেন ডিএমপির শীর্ষ কর্মকর্তারা। পুলিশের ওয়ারী বিভাগের ডিসি ফরিদ উদ্দিন বলেন, ডিবির একটি দল অস্ত্র উদ্ধারে এলাকায় এসেছিল। ওই সময় চারজন সন্ত্রাসী ঘটনাস্থলে ছিল। তাদের মধ্যে দুজন হামলায় সরাসরি অংশ নেয়। অন্য দুজন আশপাশেই ছিল। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এদিকে যে কোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক ঘটনা ঠেকাতে রাজধানীতে বিশেষ সতর্কতা জারি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নির্দেশে ডিএমপির অপরাধ বিভাগের সব ডিসি ও ওসিদের অপরাধীদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেররিজম বিভাগকে সর্বোচ্চ সজাগ থাকতেও নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে পুলিশ কমিশনারের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা আসে বলে জানা গেছে। গত শনিবার ডিএমপির মাসিক ক্রাইম কনফারেন্স ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন। উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্যামপুর ফায়ার স্টেশনের (পোস্তগোলা নগর স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন) পেছনে অস্ত্র ব্যবসায়ীদের ধরতে বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র বিক্রেতারা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। দুই পক্ষের গোলাগুলির সময় সন্ত্রাসীদের গুলিতে অস্ত্র বিক্রেতাদের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারীসহ (৩৫) তিনজন গুলিবিদ্ধ হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন