ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গত সোমবার কোরিয়া উপদ্বীপে চলমান সংকটের সামরিক পন্থায় নয়, শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি চলমান উত্তেজনাকে আরো উস্কে দিতে পারে নতুন করে এমন কোন উস্কানিমূলক কর্মকান্ড না চালাতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি প্রধান ইইউ প্যানেলের বৈঠকের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। তিনি আরো বলেন, অবিলম্বে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসন প্রয়োজন। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন