শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

া বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল কোথায় অবস্থিত?
উ: ধলাগাছ, সৈয়দপুর, নীলফামারী।
া মুক্তিমিত্র ভাস্কার্য কোথায় অবস্থিত?
উ : চৌড়হাস মোড়, কুষ্টিয়া।
া দেশে সবচেয়ে বেশি প্রতিবন্ধী রয়েছে কোন জেলায়?
উ : কুষ্টিয়া।
া দেশে কতটি প্রাণীকে রেডলিস্টে রাখা হয়েছে?
উ : ১,৬১১টি।
া টেকসই উন্নয়ন লক্ষ্য (ঝউএ)-এর বাস্তবায়ন শুরু হয় কবে?
উ : ১ জানুয়ারি ২০১৬।
া বর্তমানে দেশে কতটি জেলায় ফুলচাষ হয়?
উ : ২৩টি।
া ই-মানির (ইলেকট্রনিক মুদ্রা) উদাহরণ কী কী?
উ : বিট কয়েন, গুগুল ওয়ালেট, অ্যাপল পে ইত্যাদি
া বলিভারীয় বিপ্লবের জনক বলা হয় কাকে?
উ : হুগো শ্যাভেজ (ভেনিজুয়েলা)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন