বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : বান্দরবান-কেরানীহাট ও বারআউলিয়া-টঙ্কাবতী সড়কের ২১ কোটি টাকা ব্যয়ে ৩৬ কি.মি. ওভারলে কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ট্রাফিক মোড়ে সাঙ্গু ব্রিজ সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তি চুক্তি করার পর তিন পার্বত্য এলাকায় উন্নয়নমুলক কাজ করার একটি পরিবেশ সৃষ্ঠি হয়েছে। তিনি আরো বলেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্রগ্রামের পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখন প্রতিটি এলাকায় যাতায়াত সম্ভব হচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের কোন এলাকাই এখন আর আগের মত নেই। বান্দরবান সড়ক বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমান, সড়ক বিভাগের তত্ত¡াবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন