শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ানডেতেও একই ধাওয়ান

| প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টেস্ট সিরিজে লজ্জাজনক ধবলধোলাইয়ের পর স্বাগতিক শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের শুরুটাও হলো বিশাল ব্যবধানের হার দিয়ে। তাদের দেওয়া ২১৬ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৯ উইকেট আর ২১.১ ওভার হাতে রেখে। দুইশোর্ধে রানের লক্ষ্য তাড়ায় ওভারের হিসাবে যা ভারতের সবচেয় বড় জয়ের রেকর্ড।
গতকাল ডাম্বুলায় ব্যাট হাতে লঙ্কান বোলারদের কচুকাটা করেন শেখর ধাওয়ান। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি স্পর্শ করেন মাত্র ৭১ বলে, যা তার ব্যক্তিগত দ্রæততম শতকের রেকর্ড। ৯০ বলের ইনিংসে বাউন্ডারি হাঁকান ২০টি, ছক্কা তিনটি। ১৩২ রানের মধ্যে ৯৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। অপর প্রান্তে বিরাট কোহলিই বা ছিলেন কম কিসে, ৭০ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। দলীয় ২৩ রানে রোহিত শর্মাকে হারানোর পর দু’জনে মিলে গড়েন অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটি।
এর আগে মাত্র ১৪ ওভারে ৭৪ রানের উদ্বোধনী জুটিতে লঙ্কানদের শুরুটা মন্দ ছিল না। ভারতীয় পেসারদের ভালোই জবাব দিচ্ছিলেন ডিকভেলা-গুনারতেœরা। কিন্তু আক্রমণে স্পিনাররা আসতেই ভোজবাতির মত পাল্টে যায় ম্যাচের চিত্র। ১ উইকেটে ১৩৯ থেকে ৪৮ রানের ব্যবধানে আরো ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। সেখান থেকে ২১৬ রানে অলআউট। চতুর্থ উইকেটে ব্যাটে নেমে একে একে ছয়জন সতীর্থকে ফিরে যেতে দেখেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাবেক অধিনায়ক অপরাজিত থাকেন ৩৬ রানে। সর্বোচ্চ ৬৪ রান করেন ডিকভেলা। ৩ উইকেট নেন অক্ষয় প্যাটেল, যোগেন্দ্র চাহাল, কেদার যাদব ও জাসপ্রিত বুমরাহ নেন ২টি করে।
শ্রীলঙ্কা : ৪৩.২ ওভারে ২১৬ (ডিকভেলা ৬৪, মেন্ডিস ৩৬, ম্যাথিউস ৩৬*; প্যাটেল ৩/৩৪, বুমরাহ ২/২২, যাদব ২/২৬)। ভারত : ২৮.৫ ওভারে ২২০/১ (ধাওয়ান ১৩২*, কোহলি ৮২*)। ফল : ভারত ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা : শেখর ধাওয়ান। সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন