শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মিনি স্কুল হ্যান্ডবল

| প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ৩৯টি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে আগামীকাল শুরু হচ্ছে হুররে মিনি স্কুল হ্যান্ডবল (বালক ও বালিকা) টুর্নামেন্টের খেলা। বালক বিভাগে ২২টি এবং বালিকা বিভাগে ১৭টি স্কুল অংশ নিচ্ছে। সবগুলো খেলাই পল্টনস্থ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে এক লাখ ৭৫ হাজার টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক প্রাণ কনফেকশনারী দিচ্ছে এক লাখ ২০ হাজার টাকা। বালক দলের স্কুলগুলো হলো- গ্রীণ হেরাল্ড, গ্রীণ জেমস্, উদয়ন উচ্চ বিদ্যালয়, বি এ এফ শাহীন স্কুল, মতিঝিল সরকারী উঃ বিঃ, সানিডেল, ফাউন্ডেশন স্কুল, হীড ইন্টারন্যাশনাল, সাউথ পয়েন্ট স্কুল, দি আগা খাঁন স্কুল, স্কলাস্টিকা (উওরা), স্কলাস্টিকা (ধানমন্ডি), স্কলাস্টিকা (মিরপুর), মডেল স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ডারল্যান্ড ইন্টা: স্কুল, শহীদ পুলিশ স¥ৃতি কলেজ, ধানমন্ডি টিউটেরিয়াল, গ্রীণ ডেইল ইন্টা: স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল, সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ও সাউথ ব্রিজ স্কুল। বালিকা বিভাগের স্কুলগুলো হলো- গ্রীণ ডেইল ইন্টা. স্কুল, শহীদ বীর উত্তম লেঃ, আনোয়ার গার্লস্ কলেজ, ভিকারুননিসা নুন স্কুল ক:, স্কলাস্টিকা (উওরা), শহীদ পুলিশ স¥ৃতি ক:, উদয়ন উচ্চ বিদ্যালয়, হীড ইন্টারন্যাশনাল, দি আগা খাঁন স্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল, স্কলাস্টিবা (মিরপুর), সাউথ পয়েন্ট স্কুল, মতিঝিল মডেল স্কুল, সানিডেল, গ্রীণ হেরাল্ড ইন্টা: স্কুল, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ, ফাউন্ডেলন স্কুল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন