শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বড় হামলার পরিকল্পনা ছিল বার্সেলোনার জঙ্গিদের

| প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্পেনের বার্সেলোনা শহরে ভ্যান উঠিয়ে দিয়ে ১৩ জনকে হত্যাকারী গ্রæপটির জনাকীর্ণ কোনো স্থানে একটি অথবা বেশ কয়েকটি বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। গত মঙ্গলবার আদালতে দেয়া স্বীকারোক্তিতে এক সন্দেহভাজন এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। এসব হামলা গির্জায় অথবা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে সে। একজন ইমাম ওই গ্রæপটির সদস্যদের (যাদের অধিকাংশই মরক্কোর তরুণ) জিহাদের বিষয়ে শিক্ষা দিত। সন্দেহভাজন মোহামেদ হউলি চেমলাল স্পেনের উচ্চ আদালতকে জানিয়েছেন, ওই ইমাম তাদের বলতেন, কুরআন অনুযায়ী শহীদ হওয়া একটি ভাল বিষয়। ওই চক্রান্তের বিষয়ে সারাদিন ধরে শুনানির পর গত মঙ্গলবার রাতে বিচারক ফার্নান্দো আন্দ্রেয়ু চেমলাল ও দ্বিতীয় আরেক সন্দেহভাজন দ্রিস আউকবিরকে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যপদ ও খুনের অভিযোগে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন। চেমলালের বিরুদ্ধে বিস্ফোরক রাখার অভিযোগও আনা হয়েছে। তৃতীয় সন্দেহভাজন সালহ এল কবিরকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ হেফাজতেই রাখার নির্দেশ দিয়েছে আদালত। সে স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের এক শহরে একটি ইন্টারনেট ক্যাফে চালাতো। এই শহরটিতেই সেলটির অধিকাংশ সন্দেহভাজন সদস্য বসবাস করতো। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন