শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ধানের বীজ বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡রে ওই বীজ বিতরণ করা হয়। উপজেলা অফিস সূত্র মতে, উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ৫ ইউনিয়ন ও পৌরসভার ১শ’ কৃষককে ৪ কেজি করে ব্রি-৩৪ জাতের ধানের বীজ প্রদান করা হয়েছে। সৈয়দপুর উপজেলায় সাম্প্র্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৩ হাজার ৪৬ হেক্টর আমন ধানের ক্ষেত এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয় ২ হাজার ৯২০ হেক্টর আমন ধানের ক্ষেত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বজলুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, কৃষি কর্মকর্তা হোমায়রা মন্ডল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন