বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরামবাগের দুর্ভাগ্য!

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দূর্ভাগ্যই বলতে হবে আরামবাগ ক্রীড়া সংঘের। তা না হলে চট্টগ্রাম আবাহনীর বিপেক্ষ প্রায় জেতা ম্যাচটি কেন ড্র করবে তারা? ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে সমান তালেই লড়েছে আরামবাগ। একের পর এক সুযোগ নষ্ট করেছে। ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে আর ঘরে ফেরা হয়নি তাদের। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল মিসের ম্যাচে আরামবাগ গোলশূণ্য ড্র করে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। এটা বন্দরনগরীর দলটির প্রথম পয়েন্ট নষ্ট। ড্র করেও তালিকার শীর্ষে থাকলো চট্টগ্রাম আবাহনী। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১৬। অন্যদিকে সমান ম্যাচে চার পয়েন্ট পেয়ে মোহামেডানকে পেছনে ফেলে দশমস্থানে উঠে আসলো আরামবাগ। আগের ম্যাচেও নিজেদের দুই আতœঘাতি গোলের কারণে শেখ জামালের বিপক্ষে হেরেছিলো আরামবাগ। আর কাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে তো অন্য এক আরামবাগকে দেখা গেছে। দারুণ ফুটবল খেলেছে তারা শিরোপা প্রত্যাশীদের সামনে পেয়ে। তবে ভাগ্যদেবী আরামবাগের সঙ্গে পরিহাস করেছে। নিশ্চিত গোল পেয়েও শেষ পর্যন্ত পায়নি তারা। সাইড বার, ক্রসবারে লেগে বল ফিরে এনেছে। অথবা প্রতিপক্ষ দলের গোলরক্ষক গায়ে লেগে বল প্রতিহত হয়েছে। বলা যায় সৌভাগ্য চট্টগ্রাম আবাহনীর। গোলের তেমন সুযোগ সৃষ্টি করতে না পারলেও ম্যাচে এক পয়েন্ট অন্তত পেয়েছে তারা।
আগের পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে যেন আকাশে উড়ছিল চট্টগ্রাম আবাহনী। অবশেষে তাদের মাটিতে নামিয়ে আনলো আরামবাগ। শুরু থেকেই দুর্দান্ত খেলেছে তারা। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীও গোলশূণ্য ড্র করে রহমতগঞ্জ এমএফএসের বিপক্ষে। এই ড্রতে ছয় ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে ঢাকা আবাহনী তালিকার চতুর্থস্থানে থাকলেও সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের অবস্থান পঞ্চমস্থানে।
মতিঝিল মডেল ও সানিডেল স্কুল সেরা
স্পোর্টস রিপোর্টার : গতকাল শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হুররে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ৫-০ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলকে হারিয়ে ও বালিকা বিভাগের ফাইনালে সানিডেল ৫-২ গোলে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজকে হারিয়ে শিরোপা জেতে। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব আসাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও পৃষ্ঠপোষক প্রাণ কনফেকশনারীর প্রধান বিপণন কর্মকর্তা সাখাওয়াত আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন