শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সামর্থ্য থাকা সত্তে¡ও যারা কোরবানি দেয়না তারা যেন ঈদ্গাহের ধারে কাছেও না যায় - মাওঃ নাজমুল ইসলাম

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : নরসিংদীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ব্রাহ্মন্দী জামে মসজিদের খতীব মাওঃ নাজমুল ইসলাম বলেছেন, পশু কোরবানী নিছক কোন আনন্দ বা ভোগ বিলাসিতা নয়। কোরবানীর ইহ ও পারলৌকিক গুরুত্ব অপরিসীম। কোরবানীর যেমন রয়েছে ধর্মীয় বা আধ্যাতিক গুরুত্ব তেমনি রয়েছে গহীনতর আর্থ-সামাজিক রাজনৈতিক গুরুত্ব। সুতরাং আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন সামর্থ্য থাকা সত্বেও যারা কোরবানী করেনা উপরন্ত কোরবানীর বিরোধীতা করে তারা যেন ঈদগাহ্’র ধারে কাছেও না যায়। অর্থাৎ যারা কোরবানী দেয়না তাদের ঈদও নেই। তিনি গতাল শুক্রবার নরসিংদী জেলা শহরের ব্রাহ্মন্দী জামে মসজিদে জুম্মার খুৎবাদান কালে এসব কথা বলেন। তিনি বলেন, কোরববানী হচ্ছে আল্লাহর রাহে মানুষের ত্যাগের দৃষ্টান্ত। এ মহাবিশ্ব ও এর সকল ধন সম্পদের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আর পশু কোরবানী হচ্ছে আল্লাহর নামে জান-মাল ত্যাগের প্রতীক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন