শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উল্লাপাড়ায় দুই সহোদরসহ ৩ গরু চোরকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরু চুরি করে জবাইয়ের মাংস প্যাকেটজাত করার সময় দুই সহোদরসহ ৩ চোরকে হাতে-নাতে আটকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উপজেলার পুর্ণিমাগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। রবিবার সকালে উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার চোরেরা হলো- উপজেলার নওগা ইউনিয়নের হামিদপুর গ্রামের নুরু কসাইয়ের ছেলে উজ্জল হোসেন (২৪) ও আলম হোসেন (৩০) ও নবীপুর গ্রামের শাবান আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শাহআলম জানান, গভীর রাতে চোরের দল উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের নুরুল হকের বাড়ী থেকে একটি গরু চুরি হয়। ভোরে নুরুল গোয়ালে গরু দেখতে না পেয়ে এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পার্শ্ববর্তী হামিদপুর গ্রামে কয়েকজন চোর গরুটি জবাই করে মাংস প্যাকেট করছে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে চোরদের ঘেরাও করে। এ সময় ৫ চোর সটকে পড়লেও তিনজন আটকে গ্রামবাসী গণধোলাই দেয়। সংবাদ পেয়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন