শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আবুল হায়াতের নতুন ধারাবাহিক আকাশের ওপারে আকাশ

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছরের প্রায় মাঝামাঝি সময়ে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যনির্দেশক আবুল হায়াত নতুন ধারাবাহিক নাটক ‘আকাশের ওপারে আকাশ’ নির্মাণের কাজ শুরু করেছিলেন। সেই নাটকটিই প্রচার শুরু হয়েছে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে বেশ কয়েক মাস পর। আবুল হায়াত ও কামরুল আহসান রচিত ‘আকাশের ওপারে আকাশ’ ধারাবাহিক নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন শমী কায়সার। আবুল হায়াত জানান, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজের কাছের মানুষদেরও জানানোর সুযোগ হয়নি যে নাটকটি এনটিভিতে প্রচার শুরু হয়েছে। তাই প্রচার মাধ্যমের শরণাপন্ন হয়েছি। অনেক পরিশ্রম করে ধারাবাহিকটি নির্মাণ করেছি। এরই মধ্যে ধারাবাহিকটির আটটি পর্ব প্রচার হয়েছে। আজ এনটিভির পর্দায় রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি। প্রতি সোম ও মঙ্গলবার একই সময়ে প্রচার হয়। নাটকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এক কথায় সময়োপযোগী একটি গল্পের নাটক এটি। দর্শকের ভালো লাগবে এমন আশা নিয়েই নাটকটি নির্মাণ করেছি। তাছাড়া এই নাটকের মাধ্যমেই দীর্ঘদিন পর শমী কায়সার কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছে। শমী তার ব্যস্ততার মাঝেও দর্শকের কথা চিন্তা করে সময়ে দিয়েছে। এ জন্য তাকে ধন্যবাদ। পাশাপাশি এ নাটকে আরও যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুরু থেকেই দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। আশা রাখি ভবিষ্যতে আরো ভালো লাগবে দর্শকের।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দোলা’ ধারাবাহিক আবুল হায়াতের নির্মিত প্রথম ধারাবাহিক। এতে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত অভিনয় করেছিলেন প্রধান দুটি চরিত্রে। এরপর তিনি ‘বন্ধুন’, ‘দূরের আকাশ’ ‘জোছনার ফুল’, ‘শুকনো ফুল রঙ্গিন ফুল’, ‘আলো আমার আলো’, ‘রঙধনু’, ‘বনফুলের গান’ ধারাবাহিক নির্মাণ করেন যার প্রত্যেকটিই বেশ দর্শকপ্রিয়তা পায়। এদিকে আসছে স্বাধীনতা দিবসে চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে আবুল হায়াত নির্মাণ করেছেন রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তৌকীর ও জেনিকে নিয়ে ‘মধ্যরাতে সাত মাইল’ নাটকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন