শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৪৬ শিশু সেনাকে মুক্ত করলো মিয়ানমার

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনী ৪৬ জন শিশু সেনাকে মুক্ত করেছে। মিয়ানমারের সেনাবাহিনীতে শিশু সেনা নিয়োগ বন্ধের যে জোরালো ক্যাম্পেইন চলছে তারই প্রেক্ষাপটে আবারও নতুন ধাপে দেশটির সেনাবাহিনী শিশু সেনাদের মুক্ত করলো। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে ইয়াঙ্গুনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেনা সদস্যদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীতে ১৮ বছরের কমবয়সী শিশুদের নিয়োগ করা হয় সেটার প্রচলন বন্ধ করা উচিত এ নিয়ে অনেকদিন ধরেই জোরালো প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সংগঠন।
২০১২ সালে জাতিসংঘে শিশু সেনা বন্ধে উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেন মিয়ানমারের জেনারেল। তারপর থেকেই দফায় দফায় শিশু সেনাদের সেনাবাহিনীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে।
এ নিয়ে ৭৪৪ জন শিশু সেনাকে মুক্ত করা হয়েছে। যদিও অনেকে মনে করেন, সেনাবাহিনী সেনা নিয়োগ পুরোপুরি বন্ধ করেনি; এখনও হাজার হাজার শিশু সেনা মিয়ানমারের সেনাবাহিনীতে কাজ করছে। -সূত্র : বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন