মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বৃষ্টি আর বোলারদের দাপট

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বেরসিক বৃষ্টির সাথে লর্ডস টেস্টের লুকোচুরিটা জমেছে বেশ। তবে এর ফাঁকে যেটুকু সময় মিলছে তাতেই ম্যাচের ফল বের করে আনার জন্যে উঠেপড়ে লেগেছেন বোলাররা। পরশু প্রথম দিনের শুরুতেই বৃষ্টির বাধা, দিনের শেষটাও হয় আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করে। তবু এটুকু সময়ের মধ্যেই বোলাররা তুলে নেন ১৪টি উইকেট! ১২৩ রানে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যাওয়ার পর ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিক ইংল্যান্ড।

গতকাল দ্বিতীয় দিনে তো ভিজে মাঠের কারণে খেলা শুরুই হলো দেরি করে। মাত্র ৪ ওভার বল মাঠে গড়ানোর পর আবারো বৃষ্টির বাধা। এটুকু সময়ের মধ্যে আরো একটি উইকেট হারিয়ে বসে ইংলিশরা। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি, চলে টানা প্রায় আড়াই ঘন্টা। প্রায় তিন ঘন্টা পর খেলা শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করেছে ইংলিশরা।
কারিবীয় ইনিংসে আঘাত আসে দমকা হাওয়ার মত। প্রথম আঘাটতা হানেন জেসম অ্যান্ডারসন। মাত্র ৪ রানের ব্যবধানে তুলে নেন দুই উইকেট। এরপর ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিলেন পাওয়েল (৩৯)-শাই হোপের (২৯)। ৫৬ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু রোনাল্ড-জোন্সের জোড়া আঘাতের পর বেন স্টোকস তান্ডবে ৪৫ রানে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২২ রানে ৬ উইকেট নেন স্টোকস।
দিনের শেষভাগে ১৯ ওভার ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড। দুই পেসার কেমার রোচ ও অধিনায়ক জেসন হোল্ডারের তোপে পড়ে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এমতাবস্থায় ব্যাট হাতেও এগিয়ে আসেন স্টোকস। ইনিংস সর্বোচ্চ ৬০ রান আসে তার ব্যাট থেকে। ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন রোচ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন