শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলবাড়ীতে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে নির্বাচনী বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তাগণ প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেয়। 

উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৭জন, বিএনপিধানের শীষ প্রতীক নিয়ে ৬ জন ও ৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৬ জন নিয়েছেন আনারস ১জন ঘোড়া ও ২জন মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন,
০১ নং এলুয়াড়ী ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মওলানা মোঃ নবিউল ইসলাম ধানের শীষ, আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী মঞ্জুর রায় চৌধুরী নৌকা, স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান আনারস প্রতীক পেয়েছেন।
০২ নং আলাদীপুর ইউনিয়নের আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মটরসাইকেল ও স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন আনারস প্রতীক পেয়েছেন।
০৩ নং কাজিহাল ইউনিয়নে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মানিক রতন নৌকা, বিএনপির মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আনারস প্রতীক পেয়েছেন।
০৪ নং বেতদীঘি ইউনিয়নে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপাধক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস নৌকা, বিএনপির মনোনীত প্রার্থী মেজবাউল আলম ধানের শীষ ও আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) লিয়াকত আলী আনারস প্রতীক পেয়েছেন।
০৫ নং খয়েরবাড়ী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী ধানের শীষ আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী আবু তাহের মন্ডল নৌকা, স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আনারস প্রতীক পেয়েছেন।
০৬ নং দৌলতপুর ইউনিয়নে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ নৌকা, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ই্উপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ধানের শীষ ও আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাইফুল ইসলাম ঘোড়া প্রতিক পেয়েছেন।
০৭ নং শিবনগর ইউনিয়নে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ নৌকা, বিএনপির মনোনীত প্রার্থী প্রভাষক খন্দকার মেহেদী হাসান সাজু ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম আনারস ও আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী বিপ্লব(স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পেয়েছেন আপেল, ক্রিকেট ব্যাট, ঘুড়ি, টিউবয়েল, পানির পাম্প, ফুটবল, ফুলের টপ, ভ্যানগাড়ী, মোরগ, লাটিম ও তালা। সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দি প্রার্থীরা পেয়েছেন কলম, ক্যামেরা, তালগাছ, জিরাফ, বই, বক মাইক ও হেলিকাপ্টার। প্রার্থীগণ মার্কা নিয়েই তারা প্রচারণায় নেমে পড়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন