ইনকিলাব ডেস্ক : ভারতের বেলাগেভি জেলার ইয়ারাগাতিতে দুই বোন গণধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার রতে কর্নাটকের উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২০ বছর বয়সী একজন বিবাহিত নারী তার অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে শিভাপুরা থেকে ইয়ারাগাতি যায়। তার সাথে ১৪ বছরের এক বোন ছিল। রাতে বাসায় ফেরার জন্য বাসের অপেক্ষা করছেলিন, তখন পাশেই ১৯ বছর বয়স্ক ফাকিরাপ্পা বান্নুর নামে এক আত্মীয় বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেয়। ফাকিরাপ্পা বান্নুর ২ বোনকে গাড়িতে তুলে সিভাপুরা পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে একটি খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা ৫ বন্ধু মিলে দুই বোনকে গণধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষিতা দুই বোন পাশের গ্রামে গিয়ে গ্রামবাসীকে বিষয়টি জানায়। পরে ধর্ষিতার অভিভাবক পুলিশের কাছে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ করে । ইন্ডিয়া টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন