মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

১ পোস্টার বয়েজ
২ ড্যাডি
৩ বাদশাহো
৪ শুভ মঙ্গল সাবধান
৫ টয়লেট - আ প্রেম কথা

ড্যাডি
১৯৭০ দশে মুম্বাইয়ে বস্ত্র কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকরা অর্থকষ্টে পড়ে অপরাধকে জীবিকা হিসেবে গ্রহণ করে। দাগড়ি বস্তিতে গঠিত হয় বাবু (আনন্দ ইঙ্গালে), রামা (রাজেশ শৃঙ্গারপুরি) আর অরুণের (অর্জুন রামপাল) বিআরএ অপরাধীদল। মুম্বাইয়ে দীর্ঘদিন রাজত্ব করার পর স্ত্রী আশা (ঐশ্বর্য রাজেশ) অনুরোধে অরুণ অপরাধ জগত ছাড়ার সিদ্ধান্ত নেয়। রামাকে তার সিদ্ধান্তের কথা জানাবার সময় চোখের সামনে সে ইনস্পেক্টর বিজয়কর (নিশিকান্ত কামাট) আর তার দলের পুলিশ সদস্যদের হাতে তাকে নিহত হতে দেখে। দেখে সে তার সিদ্ধান্ত বদল করে। বিজয়কর শপথ নেয় যে করেই হোক সে অরুণকে জেলের ভাত খাওয়াবে। এতো প্রতিকূল অবস্থায়ও অরুণ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়। অরুণ কি তার অতীত মুছে নতুন জীবন যাপন করতে পারবে? বিজয়কর কি শেষ পর্যন্ত হাল ছেড়ে দেবে?

হলিউড শীর্ষ পাঁচ
১ ইট
২ হোম এগেইন
৩ দ্য হিটম্যান’স বডিগার্ড
৪ উইন্ড রিভার
৫ অ্যানাবেল : ক্রিয়েশন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন