বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চার মাস মাঠর বাইরে দেম্বেলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বার্সেলোনা সমর্থকদের জন্যে খবরটা বেদনাদায়ক বটে। পাওলিনহোর গোলে গেটাফের মাঠ থেকে বার্সা জয় নিয়ে ফেরে বটে। কিন্তু সেদিন একটা অস্বস্তিও নিয়ে ফিরেছিল আর্নেস্তো ভালভার্দের দল। হ্যামট্রিং চোট নিয়ে সেদিন প্রথমার্ধেই মাঠ ছেড়েছিলেন দলের নতুন খেলোয়াড় উসমান দেম্বেলে। ব্যপারটা তখন খুব মারাত্মক মনে না হলেও গতকাল জানা গেল চোটটা মারাত্মকই। বাঁ-পায়ের পেশী ছিঁড়ে গেছে দেম্বেলের। এজন্য তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে তরুণ ফরাসি ফরোয়ার্ডকে।
নেইমারের অভাব মেটাতে প্রায় দেড়শ মিলিয়ন ইউরোর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ট্রান্সফার ফি’তে ডেম্বেলেকে দলে ভেড়ায় বার্সা। কাতালান জার্সি গায়ে ধীরে ধীরে মানিয়েও নিচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে বার্সা সমর্থকদের শুনতে হলো এমন খবর। এক বিবৃতিতে বার্সা খবরটা নিশ্চিত করে। এ সপ্তাহেই তার পায়ে অস্ত্রোপচার করা হবে বলেও জানায় ক্লাবটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন