বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাহুল গান্ধীকে শোকজ নোটিশ সংসদের এথিক্স কমিটির

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কখনও ব্রিটেনের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন কিনা, তা জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠিয়েছে সংসদের এথিক্স কমিটি। কমিটির সদস্য অর্জুন রাম মেঘলাল নোটিশ পাঠানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এটা খুবই গুরুতর বিষয়। রাহুলের জবাব পাওয়ার পর কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে। কংগ্রেসের সহ-সভাপতি রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রথম সরব হন বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামী। এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয় লোকসভার স্পিকারের কাছে। তিনি বিষয়টি লালকৃষ্ণ আদভানীর নেতৃত্বাধীন এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দেন। এর প্রেক্ষিতেই রাহুলকে নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, স্বামী অভিযোগ করেন যে, ইংল্যান্ডে একটি কোম্পানি খুলতে চেয়ে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেন। তিনি রাহুলের নাগরিকত্ব খারিজেরও দাবি জানান। সূত্র : এবিপি আনন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন