শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রেক্সিট রূপান্তরকালীন তিন বছর মেয়াদি চুক্তির প্রস্তাব সিবিআই’র

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাজ্য সরকারের কাছে তিন বছরমেয়াদি ব্রেক্সিট রূপান্তরকালীন চুক্তির প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক সংগঠন কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই)। প্রস্তাবে অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটি এবং জ্বালানি ও সেবাসংশ্লিষ্ট কোম্পানি সেন্ট্রিকাসহ ব্রিটিশ ব্যবসায়ী নেতারা জানান, ব্রিটেন ও ইউরোপে চাকরির সুরক্ষার জন্য তিন বছরমেয়াদি ব্রেক্সিট রূপান্তরকালীন চুক্তি করতে আগ্রহী তারা। এক চিঠিতে সিবিআই জানায়, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নে ১০০টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছে ১০ লাখেরও বেশি কর্মী। সে কারণে ভবিষ্যতে কর্মসংস্থান বাজারকে প্রভাবিত করতে পারে এমন বিনিয়োগ সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। সেখানে আরো বলা হয়, ইইউর সঙ্গে ব্রিটেনের রূপান্তরকালীন ব্যবস্থায় সম্মত এবং কোনো চুক্তি না হওয়া পর্যন্ত কর্মসংস্থান ও প্রবৃদ্ধি উভয়ের জন্যই অনিবার্য এক পরিণতি অপেক্ষা করছে। এদিকে ব্রাসেলস বলছে, ইইউর সঙ্গে ব্রিটেনের ভবিষ্যতের ব্যবসায়িক সম্পর্ক কেবল শুরু হতে পারে তখনই, যখন ইইউভুক্ত বাকি ২৭টি দেশের সরকার এ বিষয়ে সন্তুষ্ট হবে। তবে চুক্তি হোক বা না হোক, ২০১৯ সালের মার্চে ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে ব্রিটেন। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী টেরিসা মের কার্যালয় থেকে সরকারের ব্রেক্সিট বিষয়ক পরিকল্পনায় সমর্থন প্রদানের জন্য ব্যবসায়ী নেতাদের অনুরোধ জানানো হয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন