বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আসিয়ানের দক্ষতা বাড়াতে ১১ লাখ ডলার ব্যয় করবে সিঙ্গাপুর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাইবার নিরাপত্তা ঝুঁকির বিরুদ্ধে আসিয়ান জোটের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ১১ লাখ ডলার (১৫ লাখ সিঙ্গাপুরি ডলার) ব্যয় করবে সিঙ্গাপুর। আগামী তিন বছরে আসিয়ান সাইবার ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের (এসিসিপি) জন্য নির্ধারিত ১ কোটি সিঙ্গাপুরি ডলারের তহবিল থেকে এই অর্থ সরিয়ে রাখবে দেশটি। সাইবার সিকিউরিটি নিয়ে আসিয়ানভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে সিঙ্গাপুরের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সম্মেলনে সিঙ্গাপুরের তথ্য ও যোগাযোগমন্ত্রী ইয়াকুব ইব্রাহিম জানান, সাইবার নিরাপত্তা রক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে ১১ লাখ ডলারের তহবিলটি ব্যয় করা হবে। চলতি বছর আসিয়ান সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের প্রোগ্রামের আওতায় সিঙ্গাপুরে আসিয়ানের বিভিন্ন দেশ থেকে ১৮ জনকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, আমাদের এই কর্মপ্রয়াস সফল হলে ২০৬৭ সালের ঠিক এই দিনে সাইবার সিকিউরিটি রক্ষায় আমরা এমন একটি অবস্থানে পৌঁছাবÍ যার মাধ্যমে ৫০ বছরের প্রবৃদ্ধি ও উন্নয়নের পথ উন্মোচিত হবে। গত বছর থেকে চালু হওয়া আসিয়ান মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন সাইবার সিকিউরিটির উদ্বোধনকালে এসিসিপির ঘোষণা দেয়া হয়। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন