বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশে জন্ম নেয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক

সচিবালয়ে ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনে পালিয়ে আসার পর রোহিঙ্গা নারীদের গর্ভে বাংলাদেশে জন্ম নেওয়া শিশুরা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া।
গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার ফিলিপস ক্যান্ডিওর সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সাংবাদিকদের মায়া বলেন, বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক। এ পর্যন্ত বাংলাদেশে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তারা সবাই অনুপ্রবেশকারী। তাদের সবাইকে মিয়ানমারেই ফিরে যেতে হবে। মায়া আরো বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। এটিই স্থয়ী সমাধান। সাময়িকভাবে মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় ও সহযোগিতা দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া সময়সাপেক্ষ ব্যাপার। সময় বলে দেবে তাদের মর্যাদা কী হবে। রোহিঙ্গারা গণহত্যা ও নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া নারীদের যে সন্তান জন্ম হচ্ছে, তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে জন্ম সনদ দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরো জানান, কক্সবাজারে রোহিঙ্গাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে অভ্যন্তরীণ রাস্তা তৈরি করার জন্য ইউএনএইচসিআর ৩৫ কোটি টাকা দিতে রাজি হয়েছে। সরকার আশা করছে, আগামীকালের মধ্যে এই টাকা পেয়ে যাবে। রাস্তা তৈরির কাজ সেনাবাহিনী করবে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। দ্বিপক্ষীয় আলোচনায় যদি দেখা যায়, বিষয়টি দীর্ঘমেয়াদি তখন তাদের শরণার্থী ভাবার বিষয়টি বিবেচনা করা হবে।
মিয়ানমার থেকে আসার পর বাংলাদেশে যেসব রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে তাদের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল বলেন, তাদের শুধু জন্মনিবন্ধন করা হচ্ছে। সেখানে লেখা হচ্ছে তারা মিয়ানমারের নাগরিক। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন