বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লা লিগায় অনিশ্চিত বার্সা?

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : স্পেনের উপনিবেশ হিসেবে নয়, স্বাধীণ রাষ্ট্রের বাসিন্দা হতে চায় কাতালানরা। এজন্য গতকাল গনভোটও হয়ে গেল বার্সেলোনায়। ফল জানা যায়নি। তবে ভোট যে স্বাধীনতার পক্ষেই পড়বে একথা বলাই যায়। একেত্রে তাদের অপেক্ষা করতে হবে স্পেনের সরকারের ইচ্ছার উপর। এখন পর্যন্ত অবশ্য স্পেনের সরকার কাতালানদের স্বাধীনতার বিপক্ষেই সুর দিচ্ছে। যদি কাতালানরা স্বাধীন হয়েই যায় সেক্ষেত্রে ফুটবল ক্লাব বার্সেলোনার কি হবে? তারা কি খেলতে পারবে লা লিগায়?
এমন প্রশ্নে লিগা কতৃপক্ষের অবস্থা কি হবে তা আগেই জানিয়েছিলেন লা লিগা প্রেসিডেন্ট। এক্ষেত্রে বার্সাকে লা লিগা ছাড়তে হবে বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়। তাহলে কোথায় খেলবে লিগের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারীরা? পরশু এর সম্ভব্য সমাধান বাতলে দিয়েছেন স্পেনের ক্রিড়া মন্ত্রী জেরার্ড ফিগুয়েরাস, ‘স্বাধীনতার প্রেক্ষাপটে লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা, এস্পানিওল ও জিরোনাকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোথায় খেলবে: সেটা কি স্প্যানিশ লিগেই নাকি নিকটস্থ অন্য কোন দেশে, যেমন ইতালি, ফ্রান্স অথবা প্রিমিয়ার লিগ।’
ফিগুয়েরাস যে রাস্তা দেখিয়েছেন ইউরোপিয়ান ফুটবলেই এর উদাহরণ অছে ভুরি ভুরি। যেমন, এএস মোনাকো খেলে আসছে ফ্রেঞ্চ লিগ ওয়ানে। কার্ডিফ ও সোয়ানসির মত ওয়েলসের ক্লাব খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ম মেনে কাতালান দলগুলোও একই রাস্তায় হাটতে পারে বলে মত দিয়েছেন স্প্যানিশ ক্রিড়ামন্ত্রী। তবে দেশটির প্রধানমন্ত্রী কাতালানদের আয়োজিত গণভোটকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন।
স্বাধীনতার প্রশ্নে বার্সেলোনা ক্লাব কতৃপক্ষ তাদের অবস্থান নিশ্চিত করেছে এক বিবৃতির মাধ্যমে। বিভিন্ন মতাদর্শের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এক বার্তায় তারা জানায়, ‘এফসি বার্সেলোনা সভ্য ও শান্তিপূর্ণ উপায়ে সংখ্যাগরিষ্ঠ কাতালান জনগণের মতের প্রতি পূর্ণ সমর্থন দেখাবে।’
এমন অনিশ্চিত ভবিষ্যত ভাবনার মধ্যে আজ লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে তাদের প্রতিপক্ষ লাস পালমাস। একই রাতে আরেক কাতালান ক্লাব এস্পানিওলকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন