শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ওমরাহ কার্যক্রম শুরু করতে পারছে না ধর্মমন্ত্রণালয়

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চলতি বছর ওমরাহ কার্যক্রম শুরু করতে পারছে না ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ হজ শাখা শূণ্য করে সকল কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ দিন হজ টিমে অধীনে সউদী আরবে অবস্থান করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন কম্পিউটার অপারেটর গত এক মাস যাবত হজ শাখার দরজার তালা খুলে সারাদিন অলস সময় কাটাচ্ছে। এতে হজ শাখার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব যোগদানের পর কোনো জরুরী ফাইল তলব করেও পাওয়া যাচ্ছে না। ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব এ কে এম শহীদুল্লাহ বর্তমানে হজ শাখার দায়িত্ব পালন করছেন। তা’ও অন্য বিল্ডিংয়ে বসে হজ শাখার নজরদারী করছেন এ উপ-সচিব। হজ শাখার চুনুপুটিসহ সকল কর্মকর্তারা হজ টিমের সদস্য হিসেবে সউদী আরবের মক্কা-মদিনায় অবস্থান করছেন। হজ শাখার সকল জনবল ছুটিতে সউদী আরবে থাকায় বৈধ ওমরাহ লাইসেন্সের’ তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ওমরাহ কার্যক্রম শুরু করতে না পারায় সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সিগুলো বিপাকে পড়েছে। ওমরাহ লাইসেন্সে’র তালিকা প্রকাশের দাবীতে এজেন্সি’র মালিক-প্রতিনিধিরা প্রতিদিন ধর্মমন্ত্রণালয়ে ধরর্ণা দিয়েও কোনো সাড়া পাচ্ছে না। সউদী আরবে হজ ব্যবস্থাপনার কার্যক্রম বেশ কয়েক দিন আগেই শেষ হয়ে গেছে। আগামী দুই এক দিনের মধ্যেই সকল বাংলাদেশী হাজী দেশে ফিরে আসবে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় শতাধিক বৈধ ওমরাহ লাইসেন্সে’র মালিকরা গত ১৫ দিনে সউদী ওজারাতুল হজ-এর লাইসেন্স প্রতি দুই হাজার রিয়াল পরিশোধ করে লাইসেন্সের’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে। গত সপ্তাহে পাকিস্তান, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশ চলতি বছরের ওমরাহ কার্যক্রম শুরু করেছে। উল্লেখিত দেশগুলোর ওমরাহ এজেন্সিরা ওমরাহ যাত্রীদের মোফাও হাতে পেতে শুরু করেছে। ওমরাহ এজেন্সি রাজশাহী ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতী মোস্তাফিজুর রহমান এতথ্য জানিয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের উদাসিনতার দরুন গত বছরও প্রায় দেড় মাস পরে ওমরাহ কার্যক্রম শুরু করা হয়। এতে যথা সময়ে অনেক বাংলাদেশী যাত্রী ওমরাহ পালনের জন্য সউদী আরবে যেতে পারেনি। গত বছর প্রায় ৮৮ হাজার বাংলাদেশী ওমরাহ পালন করে দেশে ফিরেছেন। ওমরাহ কার্যক্রম পরিচালনায় গত বছর বাংলাদেশ অনেক দেশের চাইতে বেশি সুনাম অর্জন করেছে। চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী ও হাবের সাবেক নেতা সৈয়দ গোলাম সরওয়ার চলতি বছর ওমরাহ কার্যক্রম চালু করতে অহেতুক বিলম্ব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বৈধ ওমরাহ লাইসেন্সে’র তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকাস্থ সউদী দূতাবাসে অবিলম্বে প্রেরণের জন্য ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের আশু হস্তক্ষেপ কামান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন