বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়া কাপে নিষিদ্ধ সারোয়ার!

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : আর মাত্র পাঁচদিন পর ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে হিরো এশিয়া কাপের খেলা। ১১ অক্টোবর উদ্বোধন হবে এশিয় হকির সর্বোচ্চ এ টুর্নামেন্টের। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ জাতীয় হকি দলের জন্য একটি দুঃসংবাদ সবাইকে ভাবিয়ে তুলেছে। আসন্ন এশিয়া কাপে খেলতে পারবেন না জাতীয় দলের তারকা মিডফিল্ডার সারোয়ার হোসেন। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এএইচএফের পক্ষ থেকে শুরুতে বলা হয়েছিল এশিয়া কাপের দশম আসরে তিন ম্যাচ খেলতে পারবেন না সারোয়ার। কিন্তু গতকাল তারা বাংলাদেশ হকি ফেডারেশনকে জানিয়েছে, তিন ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টেই নিষিদ্ধ সারোয়ার। গত মার্চ মাসে ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগে ঘানার একজন খেলোয়াড়কে অবৈধভাবে ট্যাকল করেছিলেন সারোয়ার। তারই শাস্তিস্বরূপ তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিলো এএইচএফ। কিন্তু নিষেধাজ্ঞার বিষয়টি জানার পরও এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে রাখা হয় সারোয়ারকে। দলের সঙ্গে দীর্ঘদিন ধরে অনুশীলনও করেন তিনি। নিজেকে প্রমাণ করে সেরা ১৮ জনের তালিকাতেও জায়গা পান। এতো কিছুর পরও ৩২ বছর পর ঘরের মাঠে অনুষ্ঠিত হবে এশিয়া কাপে খেলার সুযোগটি হাতছাড়া হয়ে গেল সারোয়ারের। গ্রæপ পর্বে প্রথম তিন ম্যাচের জন্য এখন আর নতুন কাউকে বাংলাদেশ দলে অন্তর্ভূক্ত করা যাবে না। ১৭ জনের দল নিয়েই টুর্নামেন্টে খেলতে হবে স্বাগতিকদের। তিন ম্যাচ শেষে কোচ এবং নির্বাচকরা সারোয়ারের বিকল্প হিসেবে একজনকে দলে অন্তভর্‚ক্ত করতে পারবেন। গতকাল এমন তথ্যই জানান জাতীয় দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন