শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চন্দ্রকলা থিয়েটারের আজব বাক্স নাটকের ১৯৯তম মঞ্চায়ন

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: চন্দ্রকলা থিয়েটারের ‘আজব বাক্স’ নাটকের ১৯৯তম মঞ্চায়ন হবে গঙ্গা-যমুনা নাট্য ও সাং¯কৃতিক উৎসবে আজ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলের সম্মুখ মুক্ত মঞ্চে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। নাটকটি বাংলাদেশের বিভিন্ন বিভাগ, জেলা শহর ছাড়াও ভারতের কলকাতা ও দিল্লীতে মঞ্চায়ন হয়েছে। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে সমাজের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মকে কেন্দ্র করে। সমাজের বিভিন্ন পেশাতে কিভাবে দুর্নীতি অনিয়ম হয়, কিভাবে সমাজের মানুষ চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হয় সেই চিত্র তুলে ধরা হয়েছে। নাট্যকার, নির্দেশক ও অভিনেতা এইচ আর অনিক বলেন, নাটকটি যখন অভিনয় করা শেষ হয় এমন বহুবার হয়েছে যে অনেক দর্শক আবেগে কেঁদে দিয়েছে। এটিই নাটকটির স্বার্থকতা বলে মনে করি। তিনি আরও বলেন নাটকটির ২০০তম মঞ্চায়নে একটি উৎসবের আয়োজন করা হবে। নাটকে অভিনয় করেছেন- লিপি রাণী মিত্র, মার্জিয়া রহমান মলি, মোঃ রবিন, এস এম অঙ্গন, হাসান, মাহমুদুল হাসান মাসুম, আপন ও এইচ আর অনিক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন