বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পরমাণু স্থাপনায় ভারত হামলা করলে পাকিস্তান বসে থাকবে না : আসিফ

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পরমাণু স্থাপনায় ভারত হামলা করলে ইসলামাবাদ বসে থাকবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এ কথা বলেছেন। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ভারত যদি হামলা চালায় তাহলে ইসলামাবাদকে থামিয়ে রাখার কথা কেউ চিন্তাও করতে পারবে না। ওয়াশিংটনের ইন্সটিটিউট অব পিসে প্রদত্ত বক্তব্যে ভারতের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের প্রধান বি এস ধানোয়া গত বুধবার বলেছিলেন, ভারতের যদি সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন হয় তবে পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার করবে এবং সেগুলো ধ্বংস করে দেবে তার বাহিনীর বিমান। তার এ বক্তব্যকে কেন্দ্র করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন খাজা আসিফ। তিনি বলেন, ভারতের বিমান বাহিনী প্রধান বলেছেন, পাকিস্তানে সার্জিক্যাল হামলা করা হবে, এ হামলা পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। যদি সত্যিই তাই করা হয় তবে পাকিস্তান ধৈর্য ধরে অপেক্ষা করবে এমনটি কেউ যেন প্রত্যাশা না করেন। তিনি আরো বলেন, ভারতীয় বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটিই পাকিস্তানের দেয়া কূটনৈতিক ভাষার জবাব। পাক পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ওয়াশিংটন গেছেন। বিবিসি, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
কামরুল ৭ অক্টোবর, ২০১৭, ৩:৫৩ পিএম says : 1
হুমকি ধমকি শুনতে শুনতে আজ আমরা ক্লান্ত !
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন