বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তান দলে ইনজামামের ভাতিজা

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক দলপতি ও বর্তমান নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হকের ভাতিজা- ইমাম উল হক। ফিটনেস সমস্যার কারণে বিশ্রাম দেয়া হয়েছে ওপেনার ও সাবেক অধিনায়ক আজহার আলীকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন ইমাম। একটি পরিবর্তন ছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটিই বজায় রেখেছে পিসিবি। দল নিয়ে ইনজামাম বলেন, ‘ফিটনেস সমস্যার কারণে শ্রীলংকার বিপক্ষে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে আজহারকে। আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দলটি অপরবির্তিত রাখা। সেটি সম্ভব হয়নি। আজহারের জায়গায় সুযোগ পেয়েছেন ইমাম। গেলো দু’বছর ধরে ঘরোয়া আসরে ভালো পারফরমেন্স করে আসছে ইমাম। হোম কন্ডিশনের কথা চিন্তা করেই এই তরুনকে সুযোগ দেয়া হলো।’
গেলো দুই ঘরোয়া মৌসুমে ৪৯ দশমিক ৮৮ গড়ে ৮৪৮ রান করেছেন ২১ বছর বয়সী ইমাম। হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে একটি ডাবল-সেঞ্চুরির সাথে তিনটি সেঞ্চুরি করেন তিনি। চলমান বছর লিষ্ট ‘এ’তে ১৩টি ম্যাচ খেলেছেন ইমাম। তিনটি হাফ-সেঞ্চুরিতে তার ব্যাটিং গড় ৩১ দশমিক ৮৪। এ ছাড়া চলসান বছর পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশে খেলতে এসে নিজের জাত চিনিয়েছেন ইমাম। দুর্দান্ত পারফরমেন্সের ফল হিসেবেই জাতীয় দলে ডাক পেলেন তিনি। আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে পাকিস্তান-শ্রীলংকা ওয়ানডে সিরিজ।
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, রুম্মান রইস, জুনায়েদ খান, হারিস সোহেল ও ইমাম উল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন