শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় জিমন্যাস্টিক্সে আনসার-বিকেএসপির শ্রেষ্ঠত্ব

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত চার দিনব্যাপী ৩৫তম জাতীয় সিনিয়র ও ৩য় বয়সভিত্তিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে। আসরের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার্স আপ হয়েছে বিজেএমসি। মহিলা বিভাগে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। রানার্স আপ হয়েছে আনসার। অন্যদিকে বয়সভিত্তিক প্রতিযোগিতায় দারুন সাফল্য পেয়েছে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ। ছেলে ও মেয়ে দু’বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। গতকাল প্রতিযোগিতার সমাপনি দিনে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: আহমেদুর রহমানসহ অন্যান্যরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন